ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস, সেই  শিক্ষককে অব্যাহতি

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৫, ২৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ে (বেরোবি) ছাত্রলীগ নেত্রী ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে একুশে টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনকে প্রশাসনিক পদ হতে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। আর গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন ইয়াসমিন ঐশী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উক্ত পদ হতে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। একই ঘটনায় প্রফেসর ড. মোঃ রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড সেমিস্টার পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং পাস করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। 

তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি